কবিতায় আজ মন নেই সখা,
হৃদয় জুড়ে আজ এ কোন খেলা?
নয়ন সরস কেন,
হিয়া উতলা?
আসবে বলেও সে আসেনি
কুন্জবনে কোকিলও ডাকেনি
বৃথা বসন্তবিলাপ।
আবার এ কোন মায়ার খেলা!
হৃদয়ে -হৃদয়ে ভাঙা-গড়া।
চৈত্র সংক্রান্তির চড়ক খেলা
সহিবে কত এ প্রাণ-ভ্রমরা?
পুষ্পকাননে হবে কি আর
কুসুমবিলাস?
এ হৃদয় জুড়ে প্রাণের মেলা?
স্বপ্নভঙ্গের বর্ণিল জগতে
অশ্রুহীন বেদনা - সহিবারে হায়
মনে নাহি চায়, প্রাণে নাহি সয়।
মন হারিয়ে কোন পাথারে,
কোন হৃদয়ের মণিকোঠায়-
খুঁজে ফেরে আশ্রয়।
কোন আকাশের তারায় তারায়
সে সুখের সন্ধান!
কোন রাখালের বাঁশির সুরে
হৃদয় ভাঙার গান?
কবিতায় আর মন নেই সখা,
গদ্য-পদ্যের দ্বন্দ্ব শেষ
কবেই হয়েছে অবশেষ।
চকিত চাহনী ফিরে ফিরে দেখা,
পথ চেয়ে বসে থাকা,
একলা ঘরে প্রহর গোনা,
একা জেগে থাকা -
আমার মানুষহীন সংসার।
কবিতায় আর মন নেই সখা!
বন্ধনহীন প্রাণে মোর
এ কোন খেলা!