গত ক’দিন যাাবত কি যেন হয়েছে প্রেমানন্দ মহাশয়ের,
কিছুতেই মন যেন বসে না, করে কেমন কেমন!
ফেসবুক ভর্তি সুন্দরী বান্ধবী তাহার ,
যেই না ছিরি-ছাদ, রঙটাও ফরেনার , আহা !
নিত্যনতুন পোশাক-আশাক, লাইক-কমেন্টের বন্যা ।কেহেন করিয়া দুঃখ মশায় ।
জগত জুড়িয়াএত সুন্দরী,
আর কাহারে করেছি ঘরের ঘরণী !
সেই তো এলোমেলো কেশ,
আলুথালু ড্রেস , রংটাও চাপা,
না জোনে ন্যাকামি, না আছে আবেদন !
হায় বিধি , কাহারে করিলা আমার জীবন-মরণ সাথী ?
অফিস ভর্তি মেকআপ সুন্দরী,
ফেসবুক ভর্তি লাইক- সুন্দরী,
মন কি বসে হায় ঘরের ঘরণীতে ?
বসিয়া বসিয়া দুঃখ মোচনে ব্যস্ত প্রেমানন্দ ,
না এভাবে চলিতে পারে না,
করিতেই হইবে একখানি প্রেম,
ঘর সংসার চুলোয় যাক,
মান সম্মান নদেয় যাক ।
সোনার আংটি বাঁকা হলেও সোনা ।
বৌ থাকুক তাহার মত, কি যাক এসে আমার তাতে ?
আমি এক অবিবাহিত লোক,
প্রেমের কি অভাব হবে ,
জানে জানুক যাই লোকে,
আমি চলব আমার মতে,
সুন্দরী পাই যেথায় ভাই ,
স্বর্গ-নরক-নিষিদ্ধশালায় ,
করিব প্রেম ,করিব বিবাহ,
ভাসিয়ে দিয়ে জগত সঙসার !!!