আমি বারে বারে ভুলে যাই,
তাই ভুল করে ভালবাসি।
ভালবেসে অভ্যাসে ভুল করে
আবারো ভুলে যাই।
বানররে পরায়ে মুক্তা মাণিক্য
আমি হাসি যুক্তিবাদী,
মলিন বদনে, শতচ্ছিন্ন বস্ত্রে।
আমি ভুল প্রেমে পড়ি,
নাকি প্রেমেরাই ভুল করে অপ্রেমিকের
কাছে আমায় করে নিবেদন।
আমি সেই প্রেমহীনদের দলে,
যাদের কাছে প্রেমের নাম বেদনা
আর বেকার অপর নাম প্রতারণা।
আমি বারে বারে ভুল করে,
নেমে যাই ভুল কোন স্টেশনে,
হাটা ধরি ভুল মনুর
হাত ধরে ।।