আর কত হারাবো আমি,
হারাতে হারাতে কত হারিয়েই ফেললাম,
আমার আমিকে, আমার সত্ত্বা ,আমার অস্তিত্ত্বকে।
আর কত ভুলবো আমি,
ভুলতে ভুলতে তো ভুলেই গেছি,
‘কে আমি,’ ‘কি নাম’ বা ‘পরিচয়’।
আর কত ভাঙবো আমি,
ভেঙে চুড়ে গড়তে গড়তে;
আমি তো বদলে গেছি,
চিনতে পারি না নিজেই নিজেকে।
আর কতবার ভালবাসবো?
ভালবেসে দু’নয়ন জলে ভাসাব?
প্রেমের পরিণামে বেদনা,
আর ফুলের বদলে কাঁটা লভিব?
এ জীবনে আসবে না কি কখনও.
আমার সেই ‘সুজন’?
আর কতবার বলব,
আমি ভুলে যেতে চাই ,
অশুভ প্রণয়,পরিণয় বা উপহাস-অপমান
জীবনে যা আমার।
আমি নাহয় ভালবেসে ভুল করেছি,
তুমি বা তোমরা তো ভালইবাসনি।
আর কতবার মরিলে আমি পরম জীবন পাব?
আর কতবার ভাবলে তোমায় নিয়ে ভাবা শেষ হবে,বলো ত?
আমি কেন এখনো তোমার ছায়ায় বাঁচি?
তুমি নেই তবু যেন তুমিময়,
আমার প্রতিটি নিঃশ্বাস-প্রশ্বাস সর্বশরীরে।
আর কত বলো আর কতকাল,
একা থাকার এই সুদীর্ঘ বেদনা?
একার জীবনে একা একা বেঁচে থাকা?
আমি যে আর পারি না,
সত্যিই একাকিত্বের এই শূন্যতা আমায় ডুুবিয়ে ফেলেছে।
আমি আর বাঁচতে পারবো না,
আমি বাঁচতে চেয়েছি,আজও চাই।
একটু বাঁচতে দাও।।