কত স্বপ্ন, কত সাধে এ বাসাতে বসে
সেজেছিলাম বধূসাজ
গা ভরতি গয়না, বুক ভরা ভালবাসা।
তিনটি মাসও গেল না আমার সাধের সংসার।
আজ সেই কালো দিন,
যেদিন বেধেছিলেম জুড়ি
কোন এক অমানুষএর সনে
হৃদয় ভরা কষ্ট নিয়ে
বিচ্ছেদের যাতনা।
হায় রে মানুষ, এলিই কেন যাবিই যদি?
বিয়ে কি তাসের খেলা, জুয়া চুরি?
ভালো যদি নাইবা লাগে,
এলি কেন বর সেজে?
এ কেমন প্রহসন, বল হে ভগবান ইশ্বর?
কেন তবে বলে 'জন্ম-মরণ আর বিয়ে/
তিন বিধাতা নিয়ে?"