আমি চাইনি বৃথা হোক
তোমার আমার স্বপ্নে দেখা রাজকন্যা ,
চাইনি হারাতে, ভুলেও ভুলে যেতে
রক্তমাখা দিনের ভালবাসা ।
আমি সকাল সন্ধ্যা গুনে গেছি দিন
নিত্য ঘৃণার অপঘাতে ।
মৃত্যু ঝুঁকি নিয়ে -
শত্রুর সাথে সহবাস ।
চাইনি মুছে যাক,
শ্রমে প্রেমে ঘামে গড়া ভালবাসার সংসার ।
ভালবাসা তো হারিয়েছে কবেই,
পড়েছিল শুধু খোলস- সাপের সংসার ।
আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি ,
ভূত- ভবিষ্যৎ ভেবে ব্যথিত ,
নির্যাতিত তবু -------
মানিনি হার, ছাড়ি নি তোমায় ,
তুমিই গেলে ছেড়ে- দুমড়ে মুচড়ে,
একটা মেয়ের স্বপ্নকে ,
সোনায় গড়া সংসারে ।
ভালো তুমি থাকতেই পারো,
কোন অবলার অভিশাপে ?
কোন মায়ের হাহাকারে ?
ঈশ্বরের বিচার হবে কি না জানা নেই ,
যা করেছ ভালই করেছ,
প্রণয়- পরিণয়ের মিথ্যা বেসাতি ।