ঝড়ো রাত, বিদ্যুত চমকানি,
লাল মেঘের গর্জন,
তেলাপোকার ওড়াওড়ি,
বর্ষণ আজ নির্বাসিত,
হিমালয়ের হিমেল হাওয়া ।
যেন সহস্র বছরের নতুন আমি;
বালিকাবেলার রোমান্স ।
কি ভীষণ সুন্দর প্রকৃতি,
যেন পূর্বাশার দীপ্তি ভরা
তন্দ্রালু সুখস্বপ্ন ।
অমর কোন প্রেমগাথার
প্রাচীন বিনোদিনী ।
ঘোর অাঁধারে ঘেরা
ফাঁকা কামড়ার নির্জনতা ,
ঠকঠক শব্দ ।
বড্ড ভয়ে ভীত সন্ত্রস্ত ,
এ রাত বুঝি কালরাত হয়ে
জীবনাঙ্কের ইতি টানবে ।
চার্জবাতি টিমিটিমি, গলা মোমে
মৃত বাড়ির আঘ্রাণ ।
সময় যাবে গড়িয়ে, আমিও যাব হারিয়ে,
মহাকালের অতল গহীনে,
আমার মত শত স্বপ্নচারিনীরা
আলোকিত করবে চারপাশ ।
আমার হল না বাসর বলে
তোমাদের কি হবে না ?
আমার অপ্রেমে অবগাহিত সাগরে
তোমরা করো মধুস্নান ,
রোহিনী, পূর্বাশার দ্যুতিতে মিলেমিশে একাকার ।
ভয়ংকর রোমান্টিক কোন ঝড়ের রাতে ।
প্রাগৈতিহাসিক কোন ভালবাসায়,
অথবা
দ্রোহিতার অভিশপ্ত দীর্ঘশ্বাসের হাওয়ায় । । ।