( বরিশালের অশিক্ষিত মায়ের আঞ্চলিক ভাষায় লেখা কবিতা)
মোগো মনু আইবে বাড়ি বহু বচ্ছর পরে
কি রান্মু কি খাওয়ামু কিচ্ছু নাই যে ঘরে;
গেদু ম্যালা বড় অইছে থাহে অনেক দূরে
মোর পরানডা হারাক্ষণই গেদুর জন্য পুড়ে।
মোর মনু আইবে বাড়ি সাওন মাসের চাঁন্দে
মোর জন্যে মনুর পরান দিনে রাইতে কান্দে;
এইয়া হুইন্যা ক্যামনে থাহি চুপ মাইর্যা বইয়া
পুতে যদি আইয়া দ্যাহে এল্লাহ আছি হুইয়া;
পোলায় নাহি ভাব হরে মাইয়ার নাম রিয়া
এই চান্দে হরবে বিয়া সোনা গয়না দিয়া ।
বাপ মইর্যা সুহে আছে কোন চিন্তা নাই
হে ছাড়া পোলার বিয়া ক্যামনে এল্লাহ খাই?
পোলাডা মোর ডাঙ্গোর হইছে দেখতে বাপের মতো
কত আবদার বায়না হরে, সব রাখতে পারিনা তো ।
ছকিনারে বউ বানামু রাখমু মাইয়ার মতো
গেদু দেখছি হরবে বিয়া তারই মনের মতো,
তয়, পুতে যেন আইতে পারে ছহি সালামতে
নাও ডোবে, লঞ্চ ডোবে ওডেনা যেন তাতে,
হুনছি পুতে কাম হরে বড় দালান ঘরে
হেই ঘরে আগুন নাহি সব মানেরে মারে
কওছে দেহি দালান ভাইঙ্গা ক্যামনে পড়ছে গায়?
পুতে নাহি ডাকছে মা মা কেহো হোনে নায় ।
এক চোহে পড়ছে ছানী আর এক চোহে পানি
পুতের জন্যে দান-ছদগা কত টাহা মানি ।