সুনয়না , শুনবে না আমার অব্যক্ত কথা-
দেখবে না মনের গহীনের লুকায়িত ব্যাথা ?
সুনয়না শুনছো না তুমি -
শুস্ক মরু উদ্যান তৃষ্ণিত ভূমি
বক্ষ মাঝে অসহ্য বেদনায়
ছটফট অবিরত সদা জাগ্রত
নির্ঘুম নিশাচর আমি ।
সুনয়না জিজ্ঞেস করো না তুমি
সবল না দূ্র্বল শান্ত নাকি অশান্ত ?
অনিহায় বলবে সব ভ্রান্ত, তবুও বলি আমি -
এ চিত্ত দূরন্ত আজি বেজায় অশান্ত
মনমন্দিরে শুকনো কাষ্ঠের অতিষ্ট দহন
জ্বলছে অবিরত যাতনা যায় না সহন ।
নিভে না, জ্বলন্ত অনল দাউ দাউ জ্বলে
মিটে না তৃষ্ণা মহাসমুদ্রের বরবগলা জলে
কেবলই জ্বলে ।।
সুনয়না জিজ্ঞেস করবে না -কেন ?
সহজাত অনিচ্ছা যেন । তার পর ও বলি -
মরুভূমি সম তৃষিত হৃদয় খানি মোর
অনলের জ্বালানী তুমি,জ্বলাও নিশী ভোর
তোমার মুখ পানে মোর দুটি আঁখি
ছটফট নিদহীন উড়ন্ত পাখি
কল্পনায় তোমায় বেঁধে রাখি ।
না দিলে ঠাঁই জ্বলিবো... অনন্তে চলিবো -
লালাভায় ডুবন্ত রবির আলো মৃদুময়
শোভা পায় নিশিথে চন্দ্রের গায়
শোভিত মোহিত ভূবন জোৎস্নাময়
আমার মরূদ্যান তুমি পবন সুশীতল
তৃষ্ণিত হৃদয় ভিঁজাতে তৃষ্ণার জল।
-মোঃ মালেক জোমাদ্দার
উত্তরা, ঢাকা ১৩/১০/১৪ইং