জীবন মানে-দুঃখ-কষ্ট বিরহ-যাতনা
ঘাত-প্রতিঘাত জাত বিজাতের সংঘাত,
জীবন মানে-বিচিত্র জীবের বৈচিত্র আচরণে
তীব্র থেকে তীব্রতর বিষের প্রবাহিত প্রদাহ
অধরা লেলিহান অগ্নিশিখায় পুড়ে ছাঁইভস্ম ।
জীবন মানে-ভুবনে আগমন থেকে চির প্রস্থান-
ক্ষত বিক্ষত অন্তর নামক স্থান
সহ্য করার অসীম শক্তির বহমান আধার ।
জীবন মানে- সুখ-সমৃদ্ধি আরাম-আয়েশ প্রশান্তি
ধন-সম্পদ প্রতিপত্তি অসীম ক্ষমতার চৌকস
প্রেম-ভালোবাসা প্রত্যয় স্বপ্ন বিসাসী জৌলস ।
জীবন মানে-মিলন বিরহের নতুন অঙ্কুর
যার পরিচর্জায় অন্যজীবন ,
জীবন মানে-মাটি পানি বায়ুর খেলনা পুতুল
যার শুরু থেকে পরিসমাপ্তি স্রষ্টার হাতে
পথি মধ্যে ঋণের খাতায় অংক বৃ্দ্ধি,
জীবন মানে-ভ্রমান্ডে অগনিত জীবের
অবদানে গড়া একটি ঋণী দেহতরী
ঋণ সাগরে সাতার কাটতে কাটতে
মিলায় অজানায়...........................।
মোঃ মালেক জোমাদ্দার
উত্তরা,ঢাকা ০৯/১০/১৪