ভূবন আলো সূর্য দ্বারা
রাতে আঁধার তাকে ছাড়া,
মানুষ রুপে জন্মে যারা
সৃষ্টি কূলের সেরা তাঁরা ।
যুগে যুগে আসেন ক’জন
পরকে তারা করেন স্বজন,
পরের তরে দিন রজনী
মনন মেধা সব সৃজনী ।
রবী নজরুল সুকুমার রায়
জীবনানন্দ সবার মাঝে রয়,
বারি রুপে ঝরছেন ভূতলে
পাপ তাপ জ্বলেছে অনলে,
রবি শশির তারার ভূবনে
ফুল হয়ে ফুটছেন কাননে ।
তাং-২৭/০৯/১৪