তুমি তাকালে
জহিরুল ইসলাম
তুমি তাকালে চোখ পাকালেই আমি বোকা হয়ে যাই
তুমি তাকালেই হাত বাড়ালেই আমি তোমাতে হারাই।
তুমি বললে পথ চললে আমি হয়ে যাই মেঘের ঘুড়ি,
তুমি হাঁটলে আমায় ডাকলে আমি আকাশে যেনো উড়ি।
তুমি আসলে ভালোবাসলে আমি ফিরে পাই নতুন জীবন,
তুমি কাঁদলে জলে ভাসলে পুড়ে বোকা মন ভীষণ।
তুমি হারালে গেলে আড়ালে নেমে আসে মেঘ চোখে,
তুমি হারালে পা বাড়ালে পুড়ি তোমার অসুখে।
তুমি দাঁড়ালে পথ আগলে কথা বলতেই বুক তড়পায়,
তুমি থাকলে ঘর বাধলে আলো জ্বেলে মন পাড়ায়।
তুমি এলে চুপিসারে বলে গেলে ভালোবাসি তোমায় ভীষণ,
তুমি চাইলে হাত ধরলে হয়ে যেতে রাজি তোমার আপন।