ভাতের জীবন
জহিরুল ইসলাম
চুলায় রান্না হওয়া শক্ত ভাতের মতো করে জীবন পুড়ছে,
স্বপ্নেরা যেনো ভাতের মাড়,আর যেটুকু আহার করি সবটাই দুঃখ;
আজকাল দুঃখ খেতে খেতে আমার ভীষণ অরূচি হয়ে গেছে।
স্বপ্ন আর দুঃখ রান্না শেষ আমিও আয়োজন করে বসি,
আস্ত জীবনটাকে আয়েশ করে খাবার জন্য;
অথচ জীবন খেতে খেতে সময়ের যাঁতাকলে অজান্তেই মৃত্যুর নীল নকশা কষি।
কি অসহায় মানবজীবন কি বিভৎস ও জীবনের চরিত্র,
হতাশা, দুঃখে, কষ্টে,হাসিতে, স্মৃতিতে, অনুভবে;
কেটে যায় তরতাজা সময় জীবন আসলেই ব্ডড বিচিত্র।