ঘুম ঘরে গুম হয়ে যায়
জহিরুল ইসলাম
আমি রাত জাগা নিশাচর হতে চাই নি কস্মিনকালেও!
অথচ মগজ ভর্তি চিন্তার ঘুণ পোকাদের আক্রমণ;
আর স্বপ্নের কফিনে শেষ পেরেক ঢোকার শব্দে,
আমার ঘুম সব গুম হয়ে যায় চুরি হয়ে যায় আমার সমস্ত অবসাদ।
আমাকে ঘুম পাড়াবে বলে ঘুম পরীটাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়,
আর আমি তাকে কল্পনায় দেখি বিভোর হয়ে তাকিয়ে থাকি তার ঘুমন্ত চোখের মুগ্ধতায়।
আমাকে ঘুম পাড়াবে বলে জেগে থাকা ফুলটাও ঝরে যায়,
আর আমি প্রাচীন কংকালসার বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকি ঠাঁয়।
পৃথিবীর সব মানুষ কখনোই ঘুমায় না এক সাথে একই সময়ে,
এক গোলার্ধের মানুষ ঘুমিয়ে গেলে আরেক গোলার্ধের মানুষের ঘুম ভাঙে।
মাঝে মধ্যে আমার চোখের পাপড়িরা ও যেনো বিদ্রোহী হয়ে উঠে,
অথচ আমার মগজ শান্ত হয় না বলে না কখনো চিৎকার করে;
আমার একটা দীর্ঘ আয়েশী ঘুম দরকার, শান্তির এক ঘুম!