ফুরিয়ে যায়
জহিরুল ইসলাম
ফুরিয়ে যায় আস্ত জীবন ফুরিয়ে যায় সব,
ফুরিয়ে যায় সময় ঘড়ির দিনের কলরব।
ফুরিয়ে যায় ভালোবাসা ঘৃণা অভিমান,
ফুরিয়ে যায় মোহ মায়া কাছে পাবার টান।
ফুরিয়ে যায় শৈশব কৈশোর যায় না ধরে রাখা,
ফুরিয়ে যায় তোমার আমার প্রথম প্রেমের দেখা।
ফুরিয়ে যায় সকাল বিকাল বিষাদ মাখা সুর,
ফুরিয়ে যায় ভালোলাগা চলে যায় সে দুর।
ফুরিয়ে যায় নতুন দিন হৃদয়ের অনুভূতি,
ফুরিয়ে যায় মনের বেদনা গভীর আকুতি।
ফুরিয়ে যায় আকাশ নীল জমে কালো মেঘ,
ফুরিয়ে যায় সব অনুভব অপ্রয়োজনীয় আবেগ।
ফুরিয়ে যায় মনের কথা দুঃখ ব্যথা যতো,
ফুরিয়ে যায় গল্প কবিতা জমিয়ে রাখা ক্ষত।