২২০ নম্বর কক্ষ
জহিরুল ইসলাম
গোমতী ছাত্রাবাস দুইশ বিশ নম্বর কক্ষ!
ঠিক যেনো মর্গের কোন এক নির্জন অন্ধকার কেবিন।
এখানেই লেখা হয় শত শত কবিতা শত রকম অনুভুতি,
এখানে দেখা হয় দিগ্বিজয়ী স্বপ্ন আর জীবন গল্প হয় রচিত।
মর্গে থাকা মৃত লাশের মতো কবিতা পড়ে থাকে একা একা,
রক্তাক্ত হৃদয় ছিঁড়ে বেরিয়ে এসে জীবনের অজানা রহস্য!
কত শত রাত কেটে যায় গুম হয়ে যায় চোখের ঘুম,
বিজন রাতের মতো নিরব থাকে কত না বলা কথামালা।
কত গল্প হারিয়ে যায় সময়ের ঘূর্ণায়নে কত গল্প লেখা হয় সময়ে;
এই কনক্রিটের শহরে আজকাল নিজেকে বাঁচিয়ে রাখা ব্ডড দায়,
শেষ বিকেলের রোদের মতো করে যেনো বয়েস ক্রমশ নিভে যায়।
চেতনায় জ্বলে উঠে রক্ত লাল টুকটুকে সূর্য রশ্মির আভা,
স্বপ্নেরা পোড় খায় জীবন হতাশায় খাবি খায় বাস্তবতার কাছে।
নতুন প্রাণ আসে পাখির মতো নতুন স্বপ্নের ডানা ঝাপটে এই নীড়ে,
অতঃপর সময়ের তালে উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় অবসাদ নেমে আসে মেঘের মতো।
জীবনের আকাশে উড়তে পারে না সকল মানুষ বাঁচতে পারে না সকল প্রাণ,
স্বপ্নের ডানা মজবুত না হলে বিধ্বস্ত হয়ে যায় উড়তে থাকা জীবন।