শুদ্ধ ভালোবাসা
জহিরুল ইসলাম
মেঘময় আকাশ মৃদু বাতাস তার মাঝেই খেলা করে অনুভূতি,
আমার মেঘলা মন হেসে উঠে পেয়ে গেলে তোমার উপস্থিতি।
মেঘ বালিকা এই আষাঢ় বৃষ্টিতে চলো করি দুজনে মিলে বৃষ্টি বিলাস,
তোমার প্রেম মেখে থাকা হৃদয়ে থাকুক আমার জন্য ছোট্ট একটা আবাস।
তোমায় না হয় এনে দিবো এক গুচ্ছ কদম ফুলের সুবাস,
মরুভূমি মনে হোক তবে এবার স্নিগ্ধ ভালোবাসার চাষ।
ঘোর বৃষ্টি দিনে তোমার শাড়ির আঁচল হবে আমার ছাতা,
বিষন্ন মন খারাপ রাতে তোমায় নিয়ে লিখবো একশ এক কবিতা।
তবু ও আর বিষাদ না কুড়িয়ে চলো দুজন হয়ে যাই যাযাবর পাখি,
অভাবী এই সংসারে হোক শুধুই দুজনের প্রেম মাখামাখি।
আমাদের না হয় হোক ছোট্ট একটা শালিক পাখির ঘর,
জানো প্রিয়তমা পৃথিবীতে কেবল শুদ্ধ ভালোবাসাই সুন্দর।