এই যে শুনছেন?
জ্বী বলুন শুনছি!
আপনি এখন কোথায় আছেন?
কেন? বাসায় আছি।
একটু বেলকনিতে আসবেন প্লিজ
কেন বলুন তো!
আরেহ আসুন না তারপর বলছি..
অতঃপর নীলাম্বরী এলো বেলকনিতে,
হ্যা এসেছি এবার বলুন কি হয়েছে!

আজকের চাঁদটা দেখছেন?
হু দেখতে পাচ্ছি।আপনি আমাকে এই চাঁদ দেখার জন্য এত তাড়াহুড়ো করছেন,
আরেহ দেখুনই না,কি সুন্দর দেখতে তাই না!
হু
ঠিক যেনো আরবি হরফ বা এর মতো।
আরেহ তাই তো আমি তো খেয়াল ই করি নি  
আপনি ও ঠিক আমার কাছে এই চাঁদের মতো
কিভাবে?
আরবি হরফে যেমন বা ব্যতীত হরফ অসম্পূর্ণ
আপনি  ও ঠিক আমার জীবন তাই
আপনি হীন অসম্পূর্ণ  মানুষ আমি।
তারপর নীলাম্বরী হাসলো কিছুক্ষণ আর মৃদু স্বরে বললো
পাগল একটা
আমি আবার ও বললাম এই যে শুক্রবারের আকাশে
শুক্র গ্ৰহ আর চাঁদের মতো
আমি আর আপনি ও একদিন এভাবে কাছাকাছি হবো।

বা হরফে চাঁদ
লেখাঃ জহিরুল ইসলাম