একটা মানুষ
জহিরুল ইসলাম
একটা মানুষ দুর হতে রোজ যাচ্ছে পুড়ে বিষাদের তপ্ত উনুনে,
একটা মানুষ দুর হতে রোজ তোমায় নিয়ে কতশত স্বপ্ন বুনে।
একটা মানুষ দুর হতে রোজ ভাবছে বসে কেবল তোমার কথা,
একটা মানুষ দুর হতে রোজ পেয়েই যাচ্ছে শুধু নিরবেই ব্যথা।
একটা মানুষ দুর হতে রোজ করছে কেবল তোমার অপেক্ষা,
একটা মানুষ দুর হতে রোজ গুনছে প্রহর কবে পাবে দেখা।
একটা মানুষ দুর হতে রোজ বাসছে ভালো তোমায় ভীষণ,
একটা মানুষ দুর হতে রোজ দেখছে কেবল তোমার স্বপন।
একটা মানুষ দুর হতে রোজ কতটা অভিমানে পুড়ছে জানো?
একটা মানুষ দুর হতে রোজ হচ্ছে কেবল নতুন হতে পুরানো।
একটা মানুষ দুর হতে রোজ করছে চেষ্টা নিতে তোমার খোঁজ,
একটা মানুষ দুর হতে রোজ তোমার নিকট হচ্ছে যে নিখোঁজ।