চৈত্রের একদিন
জহিরুল ইসলাম
ধানের গন্ধে মুহু মুহু
কোকিল ডাকে কুহু কুহু
তপ্ত রোদের ঝাঁঝ
আকাশ বুকে উড়ছে একা বাজ
দিকের শেষে সূর্য্যি মামা হলো এবার কাত,
দিন গড়িয়ে ধরার বুকের নেমে এলো রাত।
হঠাৎ করে কৃষক ঘরে বিকট শব্দে আঘাত,
ভাবলো সবে এবার গাঁয়ে ঢুকলো ডাকাত।
ভয় পেয়েছে ছোট ছানা,
লুকিয়ে পড়লো মায়ের ডানা।
কে দিল এবার হানা,
তাকিয়ে দেখে শিয়াল ছানা।
ঘাপটি মেরে আছে বসে,
আঁধার রাতে একাই শুধু সে।
কর্তা বাবু তেড়িয়ে আসে,
এবার তবে কি যে হবে।
সে পালালো দিলো দৌড়,
আসলো আবার নতুন ভোর।
সবাই এবার খুলল দোর,
বেজে উঠলো বিজয়ের সুর।