একদিন
জহিরুল ইসলাম
একদিন সব ঠিকঠাক হয়ে যাবে থাকবে না কিছুই আজকের মতো এমন;
হতাশার মোড়কে মোড়ানো কিংবা তোমাকে হারানোর ভয়ে জড়সড় মন যেমন।
একদিন সমস্ত ঝড় থেমে যাবে সুনসান নীরবতায় ছেয়ে যাবে মনের শহর,
কেউ কাউকে আর ভালোবাসবে না কেউ কারো নিবে না আর কখনো খবর।

একদিন তুমি আমি ফিরে যাবো আমাদের স্বাভাবিক সাধারণ জীবনের ভেতর,
যেখানে সাংসারিক ব্যস্ততা আর জীবনের সমীকরণ মিলাতে থাকবো মুখর।
একদিন ভুলে যাবো কে কাকে বেসেছি ভালো কে ছিলাম কার কত কাছে,
জেনেছি জীবনের পথচলায় মানুষ ছাড়া বোধহয় মানুষ একা ও বাঁচে।

একদিন এমন সময় আসবে তোমার আমার কেউ কাউকে রাখবো না মনে,
দুঃখ ভুলে যেতে যেতে নতুন কষ্ট লুকাতে ব্যস্ত থাকবো হয়তো তুমি আমি দুজনে।
একদিন আমাদের হঠাৎ দেখা হবে চলতে চলতে এই শহরের কোন গলিতে,
সেদিন আমাদের আর কোন কথা জমা থাকবে না স্মৃতির ঝুলিতে।