আমার অসুখ
জহিরুল ইসলাম
মগজের ভেতর আস্ত এক বিষন্ন জীবনের নকশা এঁকে বেঁচে আছি,
মাঝে মাঝে মনে হয় এইতো আমি বোধহয় মৃত্যুর বেশ কাছাকাছি।
প্রতিনিয়ত দুশ্চিন্তা আর অনিশ্চিতা করছে যেনো পায়চারি,
আমি এক হতাশ ব্যর্থ মানুষ,আমি যেনো বিষন্ন পথচারী।
ঘুমের ঘর হতে আচমকা চমকে উঠে দেখি বিভৎস অন্ধকার,
কোথাও আমার কেউ নেই আমি যেনো কেবলই আমার।
স্বপ্ন চোরাবালিতে হারিয়ে গেছি চারদিক কেবল মরুভূমি,
আমাকে এক চোখ তৃপ্তি যে দেয় সেই মানুষটি শুধুই তুমি।
যার চোখে এক সমুদ্র তবুও তাতে দেখি বেঁচে থাকার জল,
আমার শহরে নিরবতা নামে যখন শুনতে পাই হৃদয়ের কোলাহল।
তোমার স্নিগ্ধ চোখ চাহনি আর হাসিতেই যেনো সকল সুখ,
তুমি আমার প্রেম তোমাকে ঘিরেই আমার যেনো সমস্ত অসুখ।