প্রেম শূন্যতা
জহিরুল ইসলাম
এমন রোদ ছাউনি শূন্য উদ্যান তৃষ্ণার্ত ওই চোখ চাহনি
তোমায় ভীষণ দেখতে চাওয়া বুক ধড়ফড় একটু খানি
এমন ঠাঁয় দাঁড়িয়ে উদাস হয়ে পুড়ে যাওয়া দুপুর জুড়ে
তোমায় কাছে পেতে ছুটোছুটি মন তোমার প্রেমে যাচ্ছি পুড়ে।
একেলা ভীষণ বসন্ত মন চারদিকে প্রেম ডাকছে শুধু
তুমি ছাড়া জীবন যেনো দুঃখ চরে মরুর ধূ ধূ
আসবে কবে আমার হবে এই অপেক্ষায় প্রহর গুনি
দুর হতে হঠাৎ করে তোমার আগমনের বার্তা শুনি
অপেক্ষারা যাচ্ছে নুয়ে ইচ্ছে যেনো পাতা ঝরা
তুমি ছাড়া সত্যি বলছি এই সময়টা কাটছে খরা
যাচ্ছে বেলা কোন মতে কবে পাবো তোমার দেখা
তুমি ছাড়া আমার আমি নিজের কাছেই নিজেই একা