মেঘে মেঘে প্রেম
জহিরুল ইসলাম
মেঘে মেঘে দ্বন্দ্ব করে বৃষ্টি নেমে এলো,
ষোড়শী বালিকা এবার স্বপ্নের ডানা মেলো।
ভিজো তুমি এই আষাঢ় বৃষ্টিতে যত ইচ্ছে হয়,
নেমে আসুক এই বর্ষাতে হৃদয়ে মধুর প্রণয়।
মন আজ নেচে উঠুক ময়ূরের পেখম মেলে,
বিষন্নতা সব ধুয়ে যাবে বৃষ্টির ছোঁয়া পেলে।
তুমি পাবে নতুন যৌবন ফুরাবে না আর,
যা ইচ্ছে করো আজ কোথাও নেই যাবার।
ঘর যদি হয় তোমার হাপিত্যেশের কারাগার,
কল্পনায় হারিয়ে যাও যদি না থাকে হারাবার।
মন নদী মরে যায় যদি বৃষ্টির জলে ভিজো,
ভালোবাসা পেতে চাও তবে মন দিয়ে খুজো।
মেঘ চোখে প্রেম সুখে উড়ে যাও হয়ে যাযাবর পাখি,
চোখে চোখ রেখে কথা হোক মনে মনে মাখামাখি।
তবু ও মেয়ে তুমি রেখো না মন কখনো বিষন্ন ভার,
চলো হারাই দুর পাহাড়ে পা বাড়াই দুজন আবার।