হারিয়ে গেছি
জহিরুল ইসলাম
হারিয়ে গেছি নীল আকাশের মেঘের আড়ালে,
জানি তুমি খুঁজবে না আমায় আমি হারালে।
হারিয়ে গেছি অস্ত বিকেলের সূর্যের আবছা আলোয়,
হারিয়ে যাবো এই শহরের ঝাপসা উড়ো ধুলোয় ধুলোয়।
হারিয়ে গেছি সবুজ ঘেরা পথ প্রান্তরে,
হারিয়ে গেছি পাহাড় ঝর্না নদীর ভেতরে।
হারিয়ে গেছি তোমার অতল ভালোবাসায়,
হারিয়ে গেছি কাজল কালো চোখের নেশায়।
হারিয়ে গেছি তোমার বাঁকা ঠোঁটের মিষ্টি হাসিতে,
হারিয়ে গেছি নিয়ন আলোর এই নিঝুম রাতে।
হারিয়ে গেছি নিঝুম রাতের দ্বাদশীর জোৎস্নায়,
হারিয়ে গেছি সেই কবে যে তোমার খোঁজ নাই।
হারিয়ে গেছি মেঘ পাহাড়ের ধূসর মুগ্ধতায়,
হারিয়ে গেছি ওই চাহনিতে কবিতার ভাষায়।
হারিয়ে গেছি হেরে গেছি একেলা তেপান্তরে,
হারিয়ে গেছি এই আমিটা তোমার ভেতরে।
হারিয়ে গেছি হারিয়ে যাবো এইতো চলছে বেশ,
এই হারানো দিনগুলি আর আসবে না পরিশেষ।
হারিয়ে গেছি নিয়ম যেন হারিয়ে যাবো তাই,
সব হারিয়ে তবুও আমি তোমায় খুঁজে যাই।