নাটকীয় উৎসব
জহিরুল ইসলাম

চোখ লেন্সে ধরা পড়ে যায় এই রহস্যময় পৃথিবীর কত রঙিন ছবি,
এই মানবেতর জীবনের সংলাপ লিখতে গিয়ে হলাম আমি কবি।
এখানে কত বিচিত্র জীবন চারদিকে ছুটে বেড়ায় পৃথিবী এক গোলক ধাঁধা!
কাকে বলবো মানুষ আমি কোনটা কালো আর কোনটা আসলে সাদা?

এসব বহুমুখী প্রশ্নের জবাবে আমি নিশ্চুপ বাকহীন দর্শক হয়ে দেখি সব,
একা দাঁড়িয়ে তাই দেখি কেবল এই পৃথিবীর যাবতীয় নাটকীয় উৎসব।
ঠোঁটের কথায় হৃদয় যেনো এক আহত পাখির মতো ডানা ঝাপটায়,
তাকিয়ে দেখি আকাশে বিষন্নতার মেঘ কোথাও যেনো উড়ে উড়ে যায়।

ইচ্ছের ঘুড়ি সুতা কাটে স্মৃতিতে স্মৃতিতে আঁকে রঙিন ক্যানভাস,
ছোট্ট একটা বুকের ভেতর কত ক্ষত, নীল দুঃখ,আর স্মৃতির চাষ‌।
তবু ছুটে চলি জীবনের অলিগলি কোথাও যদি মিলে একটুখানি সুখ,
আমি বড্ড ক্লান্ত! ভালো থাকার অভিনয়ে ঢেকে আছে হাসিমাখা মুখ।