আজকাল যারা আমাকে আয়োজন করে দুঃখ দিতে আসে,
তারা উল্টো দুঃখ দিতে না পেরে হতাশার নদীতে ভাসে।
আজকাল মানুষ হতে প্রাপ্ত দুঃখ আমার কাছে দুঃখ মনে হয় না,
কারো কাছ থেকে আঘাত পেলে চোখ ভরে আসে না কান্না।
পৃথিবীতে মানুষের সব সয়ে যায় জীবনের একসময় এসে।
অবহেলা দুঃখ আঘাত হতাশা কাটিয়ে হারিয়ে যায় অবশেষে।
যেখানে মৃত্যুই মানুষের শেষ সীমানা সেখানে দুঃখ অতি সামান্য,
যেখানে জীবন অনিশ্চিত এক ঘুড়ি সেখানে মানুষ তো কেবলই পণ্য।
রোজকার সময়ের বাজারে কত স্বপ্নের হয় কেনাবেচা,
মানুষ হারায় মানুষ সেই সাথে হারিয়ে ফেলে বাঁচার ইচ্ছা।
আগুনের আঁচে পুড়ে ছাই হয়ে যায় নিমিষেই কত অভিপ্রায়,
স্বপ্নে ভেঙে যাওয়া মানুষটির পরিচয় তখন সে শুধুই মৃতপ্রায়।