বেদনার নীল দহন
জহিরুল ইসলাম
মধ্য দুপুরে যায় মন পুড়ে বাতাসে শুনি বেদনার ধ্বনি পাখি গায় গান কুহু,
শূন্যতার এই দীর্ঘশ্বাস একাকী বসবাস কোথাও যেনো নেই কেহ।
মরা নদী বালুচর আপন মানুষ লাগে পর এ যেনো এক আদিম শহর,
কেউ ভালো নেই তুমি আমি সেই যে যার মতো বুকে জমে ব্যথার কবর।
অনুভূতি সব নেই উৎসব সবকিছু যেনো ফিকে হয়ে আসে,
সুখী দেখো যাকে সে ও মৃত্যুর যন্ত্রণা নিয়ে মুখোশের হাসি হাসে।
এই নগরের অন্দরমহলে লুকিয়ে থাকে কেবল জীবনের ফাঁদ,
মানুষের মগজে ছিঁড়ে ফেলা কাগজে কেবল স্বার্থপরতার হয় আবাদ।
কেউ কারো নয় সবটাই অভিনয় এভাবেই কেটে যায় তরতাজা জীবন,
একলা পথিক তুমি জীবন মরুভূমি বেঁচে থাকো নিয়ে বেদনার নীল দহন।
পকেটে যদি না থাকে অর্থ মানুষ তুমি চরম ব্যর্থ কেউ চিনবে না তোমায়,
এভাবে আর কত হৃদয় ক্ষত বিক্ষত স্বপ্নবাজ ছেলেটা ও আজ পড়ে আছে কোমায়।