অভিযোজন
জহিরুল ইসলাম
অন্ধ লোকটা ও পথ চলতে শিখে যায় এক সময় এসে,
অনুভূতি মরে যাওয়া প্রেমিক ও বাঁচতে শিখে মৃত্যুকে ভালোবেসে।
নশ্বর পৃথিবীর বুকে সব কিছু থেকেও মানুষের কি যেন নেই,
মানুষের কাছে মানুষ থেকে ও হারিয়ে ফেলে জীবনের খেই।
একা চলতে ভয় পাওয়া পথিক জয় করে নিশীথ রাত,
দুঃখ না পাওয়া মানুষ ও সহে যায় এক সময় এসে শত আঘাত।
আকাশে উড়ে বেড়ানো পাখিরাও বেলা শেষে নীড়ে ফিরে,
লহরীর সঙ্গে লড়াই করে নৌকা ও এক সময় এসে তীরে ভীড়ে।
নিরাপদ নয় জেনে ও পৃথিবীতে নিরাপত্তা খুঁজে সবাই,
হারতে না চেয়েও জীবনের কাছে অযথাই হেরে যাই।
পাওয়া না পাওয়ার সমীকরণের সমাধান খুঁজি শুধু,
সুখ হীন পৃথিবী যেনো মরুভূমির চোরা বালির মতো ধূ ধূ।
মেঘের আড়ালে ঢাকা সূর্যের আলোয় পুড়ে যায় আকাশ,
পৃথিবী ক্ষণস্থায়ী জেনেও মানুষের ভাবনা হীন বসবাস।