হতাশার গল্প
জহিরুল ইসলাম
এক একটি ব্যর্থ দিন ছুটে আসে দুঃখের জাহাজ বোঝাই করে;
যুদ্ধ বিমানের মতো করে ধেয়ে আসে সম্ভাব্য বিপদ আর দুশ্চিন্তা!
মগজে মৃত্যুর নকশা এঁকে যাই প্রতিনিয়ত থাকে হারানোর ভয়,
বাস্তবতার এই গোলক ধাঁধায় জীবন নিরুপায় আর আমার হচ্ছে পরাজয়।
হতাশার গ্লানি ভুলে উপরে উঠতেই আমার দেখা মিলে নতুন কোন অনিশ্চিতা বন্ধুর মতো;
ভেতরে ভেতরে নিরবে শেষ করে দেয় যেমন করে পুড়ে শেষ হয় আগুন লাগা ঘরবাড়ি,
আমার ইচ্ছে করে কোথাও যেনো পালিয়ে যাই দূর অচেনা কোথাও সব ছাড়ি।
মনের উঠোনে বৈঠক করে যাবতীয় বাউন্ডুলে কথারা নতুন কোন পথের সন্ধানে,
চারদিকে কেবল দেখি ধূ ধূ বালুচর আমি হেরে যাই প্রতিদিন নিরবে গোপনে।
আমাকে পথ দেখানো সময় ও যেনো বদলে নিয়েছে তার নির্দিষ্ট গতিপথ,
একা এই জীবনের পথে আর কত পালাবো নিজে নিজে আর কত আসবে বিপদ।
অথচ আমার ও একটা স্বপ্নিল জীবন ছিলো সব যেনো কোথাও গিয়েছে হারিয়ে,
আমি কেবল করছি অপেক্ষা চলে যাবার এই পৃথিবীর সমস্ত মায়া ছাড়িয়ে।
হে পথপ্রদর্শক আমাকে দেখাও সঠিক পথের সন্ধান জানি তোমার নিকট প্রত্যাবর্তন,
জীবনের এক তৃতীয়াংশ সময় কেটেছে ব্যর্থতায় দিনশেষে হতাশা কেবল আমার অর্জন।
আর নয় সেই ব্যর্থ পথে চলা আর নয় হতাশার গল্প বলা নতুন পথের হোক উম্মোচন,
এই পৃথিবীর স্বার্থপর মঞ্চে একদিন করবো ইতিহাস এই আমার নিজের কাছে পণ।