একটা নিখোঁজ সংবাদ আছে
জহিরুল ইসলাম
একটা নিখোঁজ সংবাদ আছে!
আমার দেখা স্বপ্নদের আমি খুঁজে পাচ্ছি না ঠিও-
আমি হারিয়ে গেছি সময়ের ঘূর্ণিপাকে হাওয়ায় ভেসে,
আমি হারিয়ে গেছি জীবন জটিল বাস্তবতার ধূসর পান্ডুলিপির গল্পের ভিড়ে।
একটা নিখোঁজ সংবাদ আছে,
আমার নিজস্ব অস্তিত্বকে আমি হারিয়ে ফেলেছি অনেক আগে,
এখন আমি শূণ্য মানুষ খাবি খাচ্ছি অপূর্ণতার জল সমুদ্রে।
একটা নিখোঁজ সংবাদ আছে
আমার দেখা স্বপ্নদের আমি খুঁজে পাচ্ছি না ঠিক,
স্বপ্ন হারিয়ে দিকভ্রান্ত পথিকের মতো ঘুরছি আমি জীবনের গোলার্ধে দিকবিদিক।
একটা নিখোঁজ সংবাদ আছে,
আমার ভেতরে জমিয়ে রাখা খুচরো পয়সার মতো! ভালোবাসারা হারিয়ে গেছে ভুল মানুষের সাথে মিশে,
এখন আমি একা ভীষণ একা দ্বীপের মতো হাহাকার জমিয়ে বসে আছি।