বিদ্যুৎবিহীন একেলা রাত
জহিরুল ইসলাম
বিদ্যুৎহীন এক একেলা রাত,
চারদিকে গাঢ় অন্ধকার আর আকাশে বজ্রপাত।
মুঠোফোন বন্ধ তোমার সাথে নেই যোগাযোগ,
অথচ হৃদয়ে হৃদয়ে আছে আমাদের সংযোগ।
নির্ঘুম রাতে হঠাৎ মনে পড়ে গেলো তোমায়,
তোমাকে ঘিরে শত স্বপ্ন স্মৃতি ভীড় জমাল চোখের কোণায়।
তোমার কথা মনে এলেই হয়ে যাই নস্টালজি ভীষণ,
যাবতীয় কাজকর্ম ফেলে আমার তোমাকেই মনে পড়ে সারাক্ষণ।
চোখ বুজলেই ভেসে আসে তোমার মায়াবী মুখচ্ছবি,
তুমি আমার প্রেম-কবিতা আমি তোমার কবি।
তুমি আমার মগজে মিশে থাকা সুপ্ত অনুভব,
তুমি ছাড়া শূন্য আমি তুমি এলেই লাগে উৎসব।