[উৎসর্গঃ পৃথিবীর সকল পৃতৃহারা সন্তানদের]
কত দেশ ঘুরি কত দিকে যাই
কত জনকে দেখি কত কিছু খাই
সব কিছুতেই একটা মানুষ স্মরে
তোমারেই মনে পড়ে।।
ব্যাস্ততম দিন শেষে ফিরি নীড়ে
ভোরবেলায় ফের যাই কত দূরে
দু'চোখ তোমায় সদায় খোজে মরে
শুধু তোমারেই মনে পড়ে।।
এই জীবনের প্রভাতকালে
বিদ্যার ঝুলি দিয়েছিলে তুলে
হঠাৎ দেখি নেই হাতটা মাথার প'রে
তাইতো কেবল তোমারেই মনে পড়ে
তারপর এক হাতে ধরেছিলাম কলম
অন্যহাতে সংসারের বোঝা ভারী চরম
তবুও ছাড়িনি হাল একদিনেরও তরে
আজও অবেলায় তোমারেই মনে পড়ে
স্নাতক স্নাতকোত্তর দিয়েছি পাশ
বাস্তব করেছি তোমার স্বপ্ন আশ
বৃথা যেতে দিইনি তোমার কষ্ট আমার তরে
তাইতো কেবলই তোমারেই মনে পড়ে
সদা হাসিমাখা মুখটাকে আজও
ভুলতে পারিনা সকাল সাজও
সাদামাটা জীবনের আদর্শের নীড়ে
আমার আজ তোমারেই মনে পড়ে
সকালের সেই ফজরের সময়
শুনিনা আর তোমার ডাক মায়াময়
মা' ডাকে রোজ সেই ফজরে
এমন সময় নিত্তি তোমারেই মনে পড়ে
করেছ কত ত্যাগ বোনেছ কত আশা
আমার জন্য আল্লাহর কাছে কত ভরসা
বেলা শেষে সব যে গেলো উড়ে
কষ্ট চাপি বুকে রোজ তোমারেই মনে পড়ে
২৭ ফেব্রুয়ারি বাবার ৯ম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও উত্তম মাগফিরাত কামনা করছি।
তালুকদার নিকুঞ্জ, হিরণপুর, পূর্বধলা, নেত্রকোণা।