কিছু মাঝবয়সী নারী নদীর বুক থেকে পাথর বোঝায় নৌকা খালাশ করছে । তাদের মধ্যে একটা অল্পবয়সী তরুণী । জীবিকার তাগিদে জীবনের বিপন্নতা এ জাতির ভাগ্যাকাশের আঁতুরঘরী দশা । নব্যতা কমেগেছে ধনুর শাখায়, কিনার ঘেষে যেতে অপারগ স্টিল বড়ি নাও । কোমড় পানিতে হেঁটে মাথায় পাথর ভর্তি টুকড়ি নিয়ে অবলীলায় চলছে ট্রাকের পানে ।
আমি আজ তাদের চোখে মুখে দেখেছি বিস্ময়, দেখেছি স্বপ্নভরা দুটি আঁখি তাদের নদীর জলে বিলীন ।
নিজেদের হাতের তালুতে আজ তাদের অবারিত স্বাধীনতা, সমাধীকার ।
আর কতটা স্বাধীনতা চাই তোমার বলতে পারো নারী ? নিজের চোখ যে ভুল দেখেনা কবু । দুটি শতটাকার কড়িতেই পুরুষ সুষে নিচ্ছে তোমার শ্রম।
21.06.18।। বোয়ালীরঘাট