আজব এই ভব পাড়ে কত কাজকারবার
আমির ফকির একি ভূমে চলে দুর্নিবার
অট্টালিকায় বসে কেহ সুখে জীবন যায়
কতক জনের হয়না ঠাঁইও ধুলির বিছানায়
কেহ পানে মিছরির পানি আমুদে আহ্লাদে
কেউবা ডাস্টবিনের খাবারে মেটায় যে খিদে
কূট-কলঙ্কের বোঝায় কতক মাথা নিচু রয়
নানা গুণের কীর্তিমান কেহ কত শ্রদ্ধাময়
বেশ্যবৃত্তির জীবন নিয়ে করে দিনাতিপাত
একই পেশায় আবার কেহ পূজাতে হয় স্নাত
শ্মশান খোলায় জীবন চলে কত মানুষের
বৃক্ষতলায়ও চলে নিবাস অভিযোগ নাই তাদের
কারো বাড়ি চমকালো দালান বাহারি শুভা পায়
রেল কলোনিতেও রাজপ্রাসাদ হয় দেখে যেও ভাই
কারো আছে প্রভূত বিত্ত বিশাল জমিদারি
বাবুসাবের কূলি কতক, যাচনা করে ভিখারি
দৌড়ায় কেহ প্রাজেরও ব্র্যান্ড আহা কত মজা!
আবার কেহ টানে গাড়ি, পালকির বয় বোঝা
কত বৈচিত্রময় করে বানিয়েছ আল্লাহ বুঝা বড় দায়
এত কিছু দেখেও তোমার প্রশংসায় মাথা নুয়ে যায়
অনর্থক তো করনি সৃজন কিংবা বেদরকারি
কৃতার্থ যেন থাকি তোমার, লুটিয়ে যেন পড়ি