যান্ত্রিক সভ্যতার যুগে,
মিছে সব যা ছিলো আগে,
ইটপাথরের দেয়াল হলো মন।

দেখিনা আর গাছের আম,
লিচুর ফ্লেভারে ভরা বইয়াম,
কেঁদে মরি আহারে জীবন।

সুখ ছিলো অনাবিল,
মাছে ভরা মড়া বিল,
ভরাট করে হলো ফ্ল্যাট।

পাড়ায় ঘুরার কেউ নাই,
নিজেকে নিয়ে ব্যাস্ত সবাই,
যান্ত্রিকতার সাথে হয়েগেছি আঁট সাঁট।














০৭.১১.১৬