আমার "মনের কথা বলা হলোনা" উপন্যাসের একটি কবিতাঃ
পৃথিবী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রয়।
মনেহয় যেন সে আমাকে জনম জনম ধরে চেনে, নাহয় এই প্রথম দেখেছে। বার বার অগ্নিদগ্ধ হিংস্র নেত্রে তাকিয়ে অবলোকন করছে আমা। হয়তবা নিষ্ঠুরতার পক্ষাবলম্বনে পৃথিবীচ্যুত করতে কামনা করে।
আবার হয়ত ন্যয়ের পাহাড় এসে দাঁড়ায় পাশে। আগলে রাখতে চায় আমাকে।
তবুও নিষ্টুরতার হিংস্রানলে পাহাড় উপেক্ষা করে, তাড়িয়ে দিতে চায় পৃথিবী থেকে।
অবশেষে রোষানল থেকে মুক্তি দেয় ইশ্বর।
করে ফেলে চিন্থা মুক্ত। আজ বেহালার তার চিরে গেছে, ইশ্বরকে দেবার মত বাগানে শেষ ফুলটুকুও নেই।