ভাবনাতে বিষন্নতার চাপ,
সবকিছু যেন এলো মেলো গন্ডগোল,
কোথায় আমি, কার আমি? কেমন আমি?
আমার আমিতে কেবল শুধুই শূন্যতা।

জীবন উপখ্যান আজ যেন,
ব্যর্থতার গনমিছিলে, ধনী বা মামুদের স্বার্থ জালে।
আজ বড়ই ক্লান্ত, আসহায়ত্বের নীড়ে বিরাজ করছি।
আজ আমার রাজ্যে স্বপ্ন জাল বুনি।

যে স্বপ্ন পায়না প্রাণ, কেন?
নিভৃতে শুধুই কান্না, নীরব কান্না!
যে কান্না স্রষ্টা ছাড়া কেউ বোঝেনা, বোঝতেও চায়না।
তবে কেন আমি আমার জীবনে উত্থান চাই?
মরণ আমায় বরণ করো, বাঁচতে চায়না এই প্রাণ।












৭/১০/১৫