শীতের সকালে সাদা কুয়াশা
তুলোর মতো উড়তে থাকে
হাত বাড়ালে ধরা যায়না
কেবল অনুভব করা যায় ছোঁয়া।
চোখের পাতার ’পরে জমে যায়
রূপালী জল কণা, সে শিশির।
ভোরের দূর্বাঘাসের ডগায় ভর করে
যে শিশির ঠিকে থাকে ধরায়
খানিক বাদে প্রভাতের আলো জ¦লে ওঠার সাথে সাথে
শুকিয়ে বিলীন হয়ে যায় ইতিহাসের পাতায়
তুমিও শিশিরের মতো! অল্প সময়ের জন্য এসে
একটা ইতিহাস রেখে চলে গেছো বহু দূরে।