এখন ঝগড়া লাগলেও তারা
কেউ কারাে অভিমান ভাঙ্গায় না,
না, সরিও বলে না।
নিজে থেকে কথা বলতেও যায় না,
আবার ফেসবুকে ব্লকও দেয় না।
দুজন মানুষই অনলাইনে,
কিন্তু কেউ কারাে জন্য না।
ম্যাচিউরিটি বাড়ছে?
নাকি ইগাে? বলা কঠিন।
স্বার্থসিদ্ধির এই ভালোবাসা। তাকেই
আমি কর্পোরেট ভালোবাসা জানি ।
সময় এখন কর্পোরেট ভালোবাসার।
এই ভালোবাসার নির্দিষ্ট কোন
সীমারেখা নেই কিংবা
নেই কোন গণ্ডিও।
ধর্ম, রাজনীতি, ছেলে ও মেয়ের সম্পর্ক
এমনকি আত্মীয় স্বজনের ভিতরেও
এই কর্পোরেট ভালোবাসা চলে আজ।
সম্পর্কগুলো ঘুণেধরা আধমরা
হয়ে নির্জীব বেঁচে আছে।