উৎসর্গঃ বর্ষা
এই মিহি মধুর স্নিগ্ধ আলোর চাঁদনি রাতে
মনের কথা বলছি আমি বসে তোমার সাথে
দুজনের ভেতর দুটো মন কী যেনো কী কয়
মেঘ থেকে বেড়িয়ে চাঁদ অপলক চেয়ে রয়
হিংসে করে চাঁদটি বলে কে সে নীলাম্বরী
তোমার সাথে মধুর পরশ অবাক মরি মরি
চাঁদনি রাতে মেঘ আকাশে নেই কোন তারা
ঈর্ষা করে বলে আমায়, সে যে সাথী হারা
ওই আকাশে দূরের দেশে চাঁদটি একলা কয়
তোমার পাশে তোমার সাথী ধন্য আমি তয়
চাঁদের এই জোছনা পড়ে তোমার কোলে এখন
চাঁদের আলোয় তোমায় পেয়ে ধন্য কবি মন।
কলমে- মুহা. জহিরুল ইসলাম অসীম
রচনা - ১৬ সেপ্টেম্বর, ২০২৪, রাত- ১১:১০