শহীদ মিনারে আজ লাশের নৃত্য,
এফএম রেডিওতেও শুনি কেবল
ধবল রোগির বুলি।
বিদেশি ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে
গোটা শহর, জরিমানা করে আদালত।
সেদিন বরকতের প্রেতাত্নাটা কেঁদেছিল
শহীদ মিনারের বেদিতে,
আমি অনেক ক’য়েছি তাঁকে,
কিছুই করার নেই ভাইধন,
যেখানে উচিৎ কথাই বলা যায়না,
সেখানে ভাষায় আর কি হবে ?
সালামের পায়ে সালাম করে
শপত নিয়েছিলাম তাই,
ঢেলে দেয়া লৌহের ক্ষুদ্র কণাটাও
বৃথা যেতে দেবোনা তোমার।
আজ লজ্জায় আমার মুখ লাল,
আজ রাতে (২১শে ফেব্র.) আবার আসবে তাঁরা।
ক্ষমা করো ভাষাপ্রেমিরা।
রক্তের দাম দিতে দিতে
আরো কত রক্ত ছিবিয়ে খেয়েছে
পৌরভাগারে নগর শুকুন।