বিকট শব্দে চারদিক গাঢ় অন্ধকার
বারুদের পোড়া গন্ধ চেয়ে গেছে আশপাশ
এলোপাথাড়ি ছুটছে নীড়ে ফেরা মানুষ
পড়ছে মরছে দিকবিদিকশুন্যে দৌড়ছে
সাম্প্রদায়িকতার বহু উর্ধ্বে এক ৮ ডিসেম্বরে
নেত্রকোণা জেলা শহরের অজহর রোডে
আজও শোকে মূহ্যমান হয় কালো আকাশ
এই শহরের ‘অজহর রোড’ উদীচীর ছায়াতলে
রক্তাক্ত কলংকের ২০০৫ সাল আজও কাঁদি
দুষ্কৃতদের বোমায় আত্মঘাতীসহ ৮জন হারিয়ে
কালো ধোঁয়ায় নীল হয় আরও অর্ধশতাধিক
সেদিন গলাটিপে হত্যা করে অসাম্প্রদায়িকতাকে
উদীচী ও শতদলের সামনে বিস্ফোরিত বোমায়। উদীচী হায়দার, শেলী ও শিশু যাদব দাসের নিশ্বাসে অন্ধকার হয়ে যায় অজহর রোড
একটা ‘নিউ ডাইমেনশন’ হিসেবে প্রচার হয়।
আজও সকাল হয় সন্ধ্যা নামে অজহর রোডে
একমাত্র উপার্জনশীল যাদবকে হারিয়ে অনটনে দিন যায় তার সংসারের, খাজা হায়দারদের।
একটা রক্তাক্ত ৯ডিসেম্বর আর চাইনা
একটা অজহর রোড আর কত নীল সইবে
হিন্দু মুসলিম এক বৃন্তের দুটো পুষ্পরেণু
এখানে মসজিদ মন্দির এক সাথে চলে
একটা অজহর রোড হোক অসাম্প্রদায়িকতার নিশান