আমি তোমার প্রেমে পড়েছি, তোমায় ভালোবেসে ফেলেছি।
বলে দিলাম, থাকলাম না আর চুপ।
আমার কাছে ভালোবাসা একটি আর্ট, একটি শিল্প।
আর প্রেম-প্রণয় হলো— আর্টের চূড়ান্ত রূপ।
মূলত, কোনো সম্পর্ক-ই আমার কাছে অবৈধ বা বেঠিক নয়,
সব সম্পর্ক-ই আমার কাছে বৈধ ও বাস্তবিক মনে হয়।
যতটুকু সময় ভালোবাসলাম, ততটুকু ভালোবাসাই পেলো।
যতটুকু সময় আদর করলাম, ততটুকু আদরই পেলো।
যতটুকু সময় দান করলাম, জীবনের একটু অংশই পেলো।
যতটুকু সময় প্রণয় হলো, ততটুকু আনন্দই পেলো।
যতটুকু সময় কথা হলো, ততটুকু কাব্যই পেলো।
যতটুকু সময় হাত ধরে হাঁটলাম, ততটুকু অনুভূতিই পেলো।
যতটুকু সময় একান্তে কাটালাম, ততটুকু ভরসাই পেলো।
যতটুকু সময় জড়িয়ে ধরলাম, ততটুকু স্পন্দনই পেলো।
যতটুকু সময় চুমু খেলাম, ততটুকু শ্বাস-প্রশ্বাসই পেলো।
যতটুকু সময় চোখাচোখি হয়, ততটুকু সময়ই মূলত বাঁচি।
যতক্ষণ প্রেম আমাদের হাসায়, ততক্ষণ মনে হয় স্বর্গেই আছি।
'সম্পর্কের ভাঙন' আমি বিশ্বাস করি না, সম্পর্ককে বলি না 'থু',
ভাঙন বলতে বুঝি— অসীম আকাঙ্ক্ষার অকাল মৃত্যু।
তবে, সম্পর্ক ক্ষয় হয়, একদিকে ক্ষয় হয়ে অন্যখানে জড়ো হয়, কিন্তু বিলীন হয় না।
জীবনটা যদি নদী হয়, তবে সম্পর্ক হলো দুই পার। একূল ভাঙলেও, অকূল গড়ার সম্ভাবনা থাকে।
কিন্তু, কোনো কূল কি বিলীন হয়? বিলুপ্ত হয়?
হয়তো হয়, তবে তা নগণ্য। নগণ্য হিসেব কে-ই বা রাখে?
আমি কেবল সম্পর্ক গড়ি। তবে, মাঝেমধ্যে ভেঙে যায়।
হয়তো— অন্য পারে জড়ো হতে চায়,
হয়তো— ওপারে দাঁড়িয়ে আছে কেহ।
আমি মেনে নেই, কারণ— নদীকে তার আপন গতিতে চলতে দেয়াই শ্রেয়।