সাক্ষ্য নিও প্রভাতের, দুপুরের ও রাতের
তিন প্রহর, চার প্রহর বা ক্লান্ত অলস প্রহরের,
সময়-অসময়, সুখনিদ্রা অথবা জাগরণের
প্রেমে পড়িনি তোর, পড়েছি স্নিগ্ধ হাতের।
প্রথম যেদিন ছোঁয়া পেয়েছিল এই মন
সেদিন হতেই বুঝেছে, হাতটা যে বড় প্রয়োজন,
হাতটাই আমার কাছে মানিক-রতন
তুচ্ছ অঢেল সম্পদ, এ যেন সাত রাজার ধন।
দেখতে ব্যাকুল এই মন আরেকবার ছুঁয়ে
ভালবাসায় সিক্ত হব আমি-তুমি দু'য়ে,
কুর্নিস করলাম হাত জোড়ায় আমি নুয়ে
হস্তস্পর্শে মনের কালিমা যাবে সব ধুয়ে।
বুকের বাঁ'পাশে রেখে স্নিগ্ধতার উষ্ণ হাত
কাটাতে চাই একটি মাত্র মধুময় মায়াবী রাত,
ঘুম ভাঙার ছলে চোখে দিব রোদ; উফ ধ্যাত!
রাগ করেনা, দেখব দু'জন শিশিরস্নাত প্রভাত।