হ্যালো মা! কেমন আছো তুমি?
বাবা আমি ভাল আছি, তুই আছিস কেমন?
বিধাতার ইচ্ছায় ভাল আছি মা
দোয়া করেছো তুমি যেমন।
বাবা,
তুই ওখানে কি খাস? কি খেলি আজ?
মা আমি ভালই খাই, আছে আলু আর ডাল।
বাবা,
আজ না হয় ডাল-আলু খেলি
কি খাবি আগামীকাল?
মা,
ছাত্রাবাসে নিত্য দেয়, আজ কি কাল
ভাতের সাথে খেতেই হয়, আলু আর ডাল।
তুই কি অনেক কষ্ট করিস, করিস অনেক শ্রম?
শরীর কি অনেক ব্যথা করে, বাবা আমায় বল।
কেমনে বুঝলা মা তুমি, আমার মনের কথা?
সত্যিই মা শরীর ব্যথা আরো ঘুরায় মাথা।
বিধাতার কাছে দোয়া করি থাকিস তুই ভালো
পড়া লেখা শেষ করে সুখের প্রদীপ জ্বালো,
মন খারাপ করবি না, পড়লে মনে আমার কথা,
আমার দোয়া রইল বাবা, থাকিস তুই যথাতথা।
আমিও মা দোয়া করি রাখুন আল্লাহ সুখে
খুশি যেন হতে পারো মা, ছেলের মুখ দেখে।