ডামির দেশে দামি হবো
এই করেছি পণ,
ভীতুর দেশে জিতু হবো
জয় করবো মন।

স্বৈরী দেশের বৈরী হবো
অন্যায় করবো রদ,
শঠের দেশে বট হবো
শীতল করবো কদ।

দুর্নীতির দেশে সুনীতি হবো
সৃষ্টি করবো নজির,
ভয়ের দেশে লয় হবো
ইতিহাস হবে বে-নজির।

চোরের দেশে ভোর হবো
জাগবো মোরগের ডাকে,
অনলের দেশে সজল হবো
ঝরবো বাঁকে বাঁকে।

গুমের রাজ্যে ধুম হবো
ভয়কে করবো বধ,
সাদা জামার কাদা উঠাবো
পরিষ্কার রাখবো পথ।

শূন্যের দেশে পুণ্য হবো
পূর্ণ করবো ঝুড়ি,
ভাবের দেশে স্বভাব হবো
উনিশ নয়তো কুড়ি।

ধূর্তের দেশে মূর্ত হবো
সত্য করবো আবিষ্কার,
চাটার দেশে ঝাঁটা বেচবো
ময়লা করবো পরিষ্কার।

নির্বোধের দেশে সুবোধ হবো
পালাবো না কোনোখানে,
দেশটা আমার, শেষটা আমার
নাম লিখাবো দো-জাহানে।