কবিতা - ভাঙনের গান
বুকের ঠিক এইখানটায়,
হ্যাঁ - হ্যাঁ ঠিক এইখানটায় কান পাতো ;
শুনতে পাবে --
অদূরের ছলাৎছলাৎ পানির শব্দ, ভাঙনের শব্দ!
আহ্ কি নান্দনিক, ছন্দময়
কিন্তু
ভীষণ করুণ হাহাকার মিশ্রীত সর্বগ্রাসী এই শব্দ।
পাড় ভাঙার শব্দ!
বুকের ভেতর তুমি নামের অবিশ্বাসী নদীটা
একটু একটু করে প্রতিনিয়ত আমাকে ভেঙেই চলছে।
আমি ভিটে-হীন হয়ে পড়ছি,
আমি ভূমিহীন হয়ে পড়ছি,
নিঃস্ব রিক্ত হয় পড়ছি।
অথচ বক্ষবন্দরের
এইখানটাতেই জনপদ গড়ার কথা ছিল ।
কথা ছিল-
অর্কিডের রেনুর মত উড়বো,
বিস্তৃত করবো সংসার।
হায় আফসোস --
তা আর হলো কই!
এখন তুমি আগুন আমি কাঠ,
অল্প ছুঁতেই পুড়ে পুড়ে কুঁকড়ে যাই ;
হয়ে যাই অচ্ছুত ছাই।
উফফ কি নিদারুণ এই নিপীড়ন,
এই উপেক্ষা,
এই অবহেলা
এই অবিশ্বাস !
শুনতে চাও?
ঠিক এইখানটায় কান পাতো ;
শুনতে পাবে -- ভাঙনের শব্দ!
ভেঙেচুরে যাচ্ছে
বুকের সকল সামগ্রী, হাড়- পাঁজর, ঘর-বাড়ী ।
S.I ZITU