কবিতা-- তোমার অভাব

দেখেছ -- তোমার অভাবে
হৃদয়ে কি নিদারুণ দরিদ্রতা নেমেছে  ;
আমার মুখ কেমন অনুজ্জ্বল ফ্যাকাশে হয়ে যাচ্ছে ; নিঃশব্দে বেদনা বাজছে, তোমার অভাবে?

যদি আর না আসো,  
অগণন অপেক্ষার দিন না ফুরায়
তবে জেনে রাখো -- ভীষণ পৌষের সকালে
দুধ শাদা শিউলির মৃদু সুবাসের মত
আমার নাকের ডগায় আমৃত্যু লেগে র'বে।  

বক্ষবন্দরের অদূর গোপনে
স্মৃতির স্বেদে ভিজবো তুমিময় তুমিহীন।

আর এই বসন্ত পরবর্তী খরায়
যদি মৃত্যু ডেকেই বসে তবে পৃথিবী সাক্ষ্য দেবে
আমার চোখ থেকে কপল বেয়ে
যে কান্নার দাগ বুকে গিয়ে মিশে গেছে
এখানেই এক সময়
তুমি নামের একটা নদী বহমান ছিল ;
এই সকরুণ চলে যাওয়া তোমার অভাবে,  
হ্যাঁ তোমার অভাবে।

S.I ZITU