কবিতা -তোমাকে পেলে ফুরিয়ে যেত সব
তোমাকে পেয়ে গেলে
ফুরিয়ে যেত সব।
কাঁচের টুকরোর মত
ভাঙা ভাঙা দুঃখ গুলো ফুরিয়ে যেত।
স্রোতময় কর্ণফুলির দারুণ অবহেলা
কিংবা ফোঁটা ফোঁটা
এই অপ্রস্তুত বৃষ্টির গান ফুরিয়ে যেত।
জ্বলন্ত সিগারেট ঠোঁটের আদরে
নিভে যেতে যেতে
রাস্তার মোড়ের দাঁড়িয়ে থাকা
একজোড়া চোখের
এই দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে যেত।
ছাড়খার চৈত্রের দুপুর
কিংবা
তুমিময় একটা বিষণ্নতা সাজিয়ে
গোধূলির এই নরম একাকীত্ব
ফুরিয়ে যেত।
তোমাকে পেয়ে গেলে
ফুরিয়ে যেত সব।
তুমিময় ভাবনার ঢেউয়ে ভেসে যাওয়া
ঘুমশূন্য রাত কিংবা ঝুম-বর্ষায়
হুডখোলা রিক্সায় প্রেমিক-যুগল দেখে
'আমরাও একদিন'
এমনস্বপ্ন আঁকা ফুরিয়ে যেত।
একগুচ্ছ লাল গোলাপ
অথবা
তিনটে কদমফুলের গল্প ফুরিয়ে যেত।
অদ্ভুত অস্থিরতার সাথে 'কেমন জানি'
এই অনুভূতি ফুরিয়ে যেত।
তোমাকে পেয়ে গেলে
তোমাকে পাবার ব্যাকুলতা ফুরিয়ে যেত।
আমার তুমিটা ফুরিয়ে যেতে যেতে
হয়তো
ভালোবাসাটাই ফুরিয়ে যেত।
তোমাকে পেয়ে গেলে ফুরিয়ে যেত সব।
হ্যাঁ তোমাকে পেলে ফুরিয়ে যেত।
S.I ZITU